
মুজিবর্ষ সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। রানারআপ দলকে ট্রফি তুলে দিচ্ছেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি
শুক্রবার (১৮ মার্চ) নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লীগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হারলেও আগেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে তারা। আর রানারআপ হয় পাইরেটস অফ চিটাগং।
সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ ওভার ৫ বল বাকি থাকতেই মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় আবাহনী। মিডল অর্ডারে আরিফ সর্বোচ্চ ৩৭ ও ওপেনার সানজু ২০ রান করেন। ব্রাদার্সের নকিব ৩টি এবং ওবায়দুল ও সুমন ২টি করে উইকেট নেন।
জবাবে ২ ওভারের মধ্যেই দুই ওপেনারকে শূন্য রানে হারিয়ে বিপাকে পড়ে ব্রাদার্স। কিন্তু ধ্রুবর অনবদ্য ৬২ রানে ভর করে শেষ পর্যন্ত ২ ইউকেটে জয় নিশ্চিত করে তারা।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিবি পরিচালক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।
Source: Mohanagar News
Recent Press Releases
- Ispahani receives honorary commemorative June 5, 2022
- Ispahani receives National Productivity and Quality Excellence Award 2020 May 30, 2022
- Honouring innovators in entertainment March 29, 2022
- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী March 18, 2022
- Ispahani becomes Bangladesh-Afghanistan series title sponsor February 20, 2022